শিরোনাম
১৯৭২ সালের সংবিধানের ত্রুটি ও সংস্কারের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত *** আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নাই - নাহিদ *** নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তারেক রহমান *** শহীদি মার্চে ছাত্র-জনতার ঢল *** সিডনিতে রোজল্যান্ডস ওয়ার্ডের জন্য মোহাম্মদ জামানের নির্বাচনী প্রচারণা শুরু ***




↠ডেস্ক রিপোর্ট


৬ মে, ২০২২

সাহিত্য › সাহিত্য

মন্তব্য:০

News Picture

চিত্র:রবীন্দ্রজয়ন্তী| |ক্রেডিট : নিজস্ব

“তোমার প্রকাশ হোক- কুহেলিকা করি উদঘাটন, সূর্যেরও মতোন”

কবিগুরু বাংলা সাহিত্যর অংগনে সূর্যেরই মতোন। নিরবধি আজও ছড়িয়ে দিচ্ছেন তাঁর আলো। উনারই স্মরণে আগামী ৭ মে শনিবার, গ্লেনফিল্ড কমিউনিটি হলে( ১০ নিউটাউন রোড, গ্লেনফিল্ড) কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশত একষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে সিডনীর অন্যতম নারী সংগঠন “আমাদের কথা” আয়োজন করতে যাচ্ছে “হে নতুন, দেখা দিক আর বার” শিরোণামে রবীন্দ্র জয়ন্তী উৎসব। বিকেল ৫ ঘটিকা থেকে রাত ৯ ঘটিকা পর্যন্ত চলবে বিরতীহীন একটানা সাংস্কৃতিক পর্ব। এ প্রসংগে আমাদের কথা ইন্ক এর সাধারন সম্পাদক মণ্জুশ্রী মিতা বলেন, পুরো অনুষ্ঠান জুড়ে থাকছে সংগঠনের শিল্পীদের দ্বারা পরিবেশিত দলীয় ও একক সংগীত। থাকছে কবিতা এবং নৃত্য। তিনি আরো বলেন, অনুষ্ঠানের মন্চটিও করা হচ্ছে রবীন্দ্র বলয়াবৃত, এছাড়াও উৎসব প্রাংগনে থাকছে রবীন্দ্র কর্নার। তিনি আরো বলেন, যদিও অনুষ্ঠানের অতিথিবৃন্দ সকলেই কোন না কোন ভাবে সংগঠনের সাথে জড়িত কিন্তু অনুষ্ঠানটি সকলের জন্যও উন্মুক্ত এবং উৎসবে উপস্হিতিতে ইচ্ছুক আগ্রহীজনদের স্বাগত জানিয়ে অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করার আহবান জানিয়েছেন।





মন্তব্য