৭ আগস্ট, ২০২২
খেলা › ক্রিকেট
গত ৬ আগস্ট সিডনির লাকেম্বায় হয়ে গেলো ন্যাশনাল স্পোর্টস ক্রিকেট ক্লাবের বাৎসরিক পুরুস্কার বিতরণী৷ সর্বমোট ৩৮ জন জুনিয়র ক্রিকেট খেলোয়াড়কে পুরুস্কার বিতরণ করা হয় বিভিন্ন ক্যাটাগরিতে৷ ক্লাবের সকল কার্যকরী সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান পার্লামেন্ট মেম্বার শওকত মুসলমেন, জিহাদ দিব, কেন্টারবাড়ি ব্যাঙ্কসটাওন কাউন্সিলের মেয়র খাল আসফাওর, ডেপুটি মেয়র বিল্লাল আল হায়েক ও কাউন্সিলর۔۔ কার্ল সালেহ৷ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথীদের ক্লাবের জয়েন সেক্রেটারি জনাব আক্তার হোসেন ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করেন৷ পুরুস্কার বিতরণীতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের প্রেসিডেন্ট জনাব মামুন রশিদ৷ তিনি বলেন, ছেলে মেয়েদের মনস্তাত্ত্বিক বৃদ্ধি, শারীরিক সুস্থতা , নেতৃত্বদান ক্ষমতা বৃদ্ধির জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই৷ তাই সকল ছেলেমেয়েদের সুন্দর ভবিষ্যতের জন্য মাঠে এসে উন্মুক্ত পরিবেশে খেলাধুলা করতে আহব্বান জানান তিনি৷ আমন্ত্রিত অতিথিরাও বক্তব্যও রাখেন৷ তারা ক্লাবের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন৷ পরে আমন্ত্রিত অতিথিরা পুরুস্কার বিতরণীতে অংশগ্রহণ করেন৷ জমকালো নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে৷
মন্তব্য:০