শিরোনাম
অস্ট্রেলিয়ায় আগামীকাল পালিত হবে ঈদুল ফিতর *** সিডনিতে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইন্ক, অস্ট্রেলিয়া এর  ইফতার ও  দোয়া মাহফিল *** ১৯৭২ সালের সংবিধানের ত্রুটি ও সংস্কারের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত *** সিডনিতে রোজল্যান্ডস ওয়ার্ডের জন্য মোহাম্মদ জামানের নির্বাচনী প্রচারণা শুরু *** অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে বন্যার্তদের সাহায্যে তহবিল গঠন ***




↠মিজানুর রহমান সুমন


১৩ সেপ্টেম্বর, ২০২৩

স্বদেশ › রাজনীতি

মন্তব্য:০

News Picture

চিত্র:ম্যাথিউ মিলার| |ক্রেডিট : সিডনি বাংলা নিউজ ডেস্ক

শেখ হাসিনার সাথে মার্কিন প্রেসিডেন্টের কোনো সাইডলাইন আলোচনাও হয়নি- স্টেট ডিপার্টমেন্ট

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে প্রেসিডেন্ট জো বাইডেনের কোনও সাইডলাইন আলোচনা হয়নি৷ যে কোনো ধরনের সাইডলাইন আলোচনাও হোয়াইট হাউস প্রকাশ করে থাকে৷ কিন্তু এক্ষেত্রে প্রেসিডেন্টের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তেমন কোনো আলোচনা হয়নি৷ গতকাল ১২ সেপ্টেম্বর মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এর নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর প্রশ্নের জবাবে একথা বলেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার৷ উল্লেখ্য, এর আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেছিলেন,যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে প্রায় ১৫ মিনিট সাইডলাইন আলোচনা হয়েছে৷ এবং সেখানে গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে ইঙ্গিত করেছিলেন তিনি৷ পাশাপাশি প্রেসিডেন্ট বাইডেনের সাথে একটি সেলফিকে কেন্দ্র করে তার যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের সম্পর্কের উন্নয়ন হয়েছে বলে দাবি করেছিনেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের৷ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভেরভ তার বাংলাদেশ সফরের সময় বলেছিলেন যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক অঞ্চলে আধিপত্য দেখাচ্ছে৷ এ সংক্রান্ত অন্য একটি প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন,রাশিয়া প্রতিবেশী দেশে আক্রমণ করেছে৷ শিশুদের হত্যা করেছে, হাসপাতালে আক্রমণ করেছে৷ তাদের মুখে এসব কথা মানায় না৷ যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্রাটেজি গোপন বিষয় নয়৷ একটি উম্মুক্ত বিষয়৷ বাংলাদেশের সাংবাদিক নির্যাতন ও সাংবাদিকদের বিচারিক হয়রানি নিয়ে পরের প্রশ্নটি করা হয়৷ সেখানে সাংবাদিক মাহমুদুর রহমান, শফিক রেহমান ও ইলিয়াস হোসেনের কথা উল্লেখ করে তাদের বিষয়ে বাংলাদেশের আদালতের রায়ের কথা উল্লেখ করা হয়৷ জবাবে এ বিষয়ে ম্যাথিউ মিলার উদ্বেগ প্রকাশ করেন৷ তিনি বলেন, একটি গণতান্ত্রিক দেশে সাংবাদিকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ৷ এ ধরনের হয়রানি যুক্তরাষ্ট্র প্রত্যাশা করেনা৷ যুক্তরাষ্ট্র এ ধরনের হয়রানি বন্ধ করার জন্য কাজ করে যাবে৷





মন্তব্য