২৫ মার্চ, ২০২২
আন্তর্জাতিক › রাজনীতি
চিত্র:জেলেনস্কি| |ক্রেডিট : ইন্টারনেট
রাশিয়া এ পর্যন্ত ১৬ হাজার সেনা হারিয়েছে, এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় শুক্রবার নিজের সোশাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওবার্তায় এ দাবি করেন তিনি। খবর সিএনএন-এর। ভিডিওতে জেলেনস্কি বলেন, ‘নিহতদের মধ্যে উচ্চপদস্থ সেনা কর্মকর্তারাও আছেন। তবে এখন পর্যন্ত কোনও রুশ জেনারেল কর্নেল বা অ্যাডমিরালের মৃত্যুর খবর পাইনি। তথাপি, নিহতদের মধ্যে একজন কমান্ডার ও ব্ল্যাক সি নেভির একজন সেকেন্ড ইন কমান্ড রয়েছেন।’ অন্যদিকে শুক্রবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক ব্রিফিংয়ে জানিয়েছে, চলমান যুদ্ধে রাশিয়ার ১৩৫১ জন মারা গেছে। আহত হয়েছেন ৩৮২৫ জন। অপরদিকে, ন্যাটোর দুই সামরিক সিনিয়র কর্মকর্তা বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সেনা নিহতের সংখ্যা সাত হাজার থেকে ১৫ হাজারের মধ্যে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও একই ধরনের সংখ্যার দাবি করেছেন। অন্যদিকে শুক্রবারেই ইউক্রেনের খেরসন শহর রাশিয়ার দখলে এসেছে বলে স্থানীয় কয়েকজন সিএনএনকে জানিয়েছে। খেরসনের কয়েকটি গ্রামে অস্ত্র হাতে রুশ সেনাদের ঘুরতে দেখেছেন তারা। সিএনএন’কে তারা জানিয়েছে, অস্ত্রধারী ওই সব রুশ সেনাদের গ্রামের বাজার থেকে খাবার সংগ্রহ করতে দেখেছেন তারা।
মন্তব্য:০