২৫ ফেব্রুয়ারি, ২০২২
আন্তর্জাতিক › রাশিয়া
চিত্র:পুতিন| |ক্রেডিট : ফাইল চিত্র
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দেশগুলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। শুক্রবার জারি করা এই নিষেধাজ্ঞার আওতায় ইউরোপে থাকা এই দুই রুশ নেতার সম্পত্তি জব্দ করা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। ইউক্রেনে রুশ হামলার কারণে পুতিন ও তার শীর্ষ কূটনীতির ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয় ২৭ সদস্য রাষ্ট্র নতুন কঠোর পদক্ষেপের অংশ হিসেবে। এই সপ্তাহে এনিয়ে দ্বিতীয়বার ইইউ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করলো। এসব নিষেধাজ্ঞায় রাশিয়ার অভিজাতদের আঘাত ও ব্যাংকিং ব্যবস্থার ৭০ শতাংশ কার্যক্রম বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। ইইউ’র বৈঠক শেষে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবক জানান, আমরা এখনও নিষেধাজ্ঞার তালিকায় প্রেসিডেন্ট পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভকে অন্তর্ভুক্ত করেছি।
মন্তব্য:০