শিরোনাম
১৯৭২ সালের সংবিধানের ত্রুটি ও সংস্কারের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত *** সিডনিতে রোজল্যান্ডস ওয়ার্ডের জন্য মোহাম্মদ জামানের নির্বাচনী প্রচারণা শুরু *** অস্ট্রেলিয়া বিএনপির উদ্যোগে বন্যার্তদের সাহায্যে তহবিল গঠন *** বাংলাদেশের চলমান পরিস্থিতে উদ্বেগ প্রকাশ করে প্রাণহানি ও ধ্বংসাত্মক ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি জানিয়েছে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন *** ইংল্যান্ডকে কাঁদিয়ে ইউরো চ্যাম্পিয়ন স্পেন ***




↠নিজস্ব প্রতিবেদক


২০ অক্টোবর, ২০২১

স্বদেশ › রাজনীতি

মন্তব্য:০

News Picture

চিত্র:সিলেট ছাত্রদলের সভা| |ক্রেডিট : ইন্টারনেট

পুলিশের বাধায় সিলেট ছাত্রদলের সভা পন্ড

পুলিশি বাধায় পণ্ড হয়েছে সিলেট জেলা ছাত্রদলের কর্মী সভা। বুধবার বিকাল তিনটায় সিলেটের সুরমা উপজেলা চন্ডিপুর এলাকায় এ সভার আয়োজন করা হয়। কিন্তু কর্মীসভাকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই ওই এলাকায় অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। একসময় সেখানে সেখানে সভা না করার জন্য বলা হয় বাহিনীর পক্ষ থেকে। পরে বিকল্প হিসেবে দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নে সভার আয়োজন করলে সেখানেও বাধা দেয় পুলিশ। জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, বুধবার সিলেট জেলা, উপজেলা, পৌর এবং বিভিন্ন ইউনিটের কর্মীসভা ছিলো চন্ডিপুরে। আমাদের কর্মীসভার সময় ছিলো বিকাল তিনটায়। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দুপুর ১টা থেকে ওই এলাকায় মাইকিং করে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। আমরা বিকল্প একটি জায়গায় সভা করতে সেখানে যাওয়ার পথে পুলিশ আমাদের গাড়ি বহরে বাধা দেয়।





মন্তব্য