শিরোনাম
আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নাই - নাহিদ *** নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তারেক রহমান *** শহীদি মার্চে ছাত্র-জনতার ঢল *** সিডনিতে রোজল্যান্ডস ওয়ার্ডের জন্য মোহাম্মদ জামানের নির্বাচনী প্রচারণা শুরু *** প্রশংসায় ভাসছেন সেনাপ্রধান ও ড. ইউনুস ***




↠জুমান হোসেন


১৬ মে, ২০২৪

প্রবাস › জাতীয়

মন্তব্য:০

News Picture

চিত্র:ডাক্তার তৌহিদুর রহমান| |ক্রেডিট : সিডনি বাংলা নিউজ

ফ্লাইট চলাকালীন সময়ে ৩ ঘন্টা জরুরী চিকিত্সা সেবা দিলেন জকিগন্জের কৃতি সন্তান ডা: তৌহিদুর রহমান

জানা যায় ৪মে শনিবার ২০২৪ ইংরেজী জনাব ডাক্তার তৌহিদুর রহমান (খালেদ) কাতার ইয়ারপোর্ট থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন।বিমান চলাকালীন সময়ে হঠাৎ একজন যাত্রীর শারীরিক অবস্থা খারাপ হলে ইয়ারলাইন্স কর্তৃপক্ষ স্পিকারে ঘোষণা করেন এই ফ্লাইটে কোন ডাক্তার আছেন কি না.? তখন কর্তৃপক্ষের আহবানে সাড়া দেন একজন বাংলাদেশী যাত্রী ডাক্তার তৌহিদুর রহমান এবং তাদের অনুরোধে অসুস্থ যাত্রীকে চিকিত্সা সেবা দেন লন্ডন হিত্র বিমান বন্দরে পৌছানোর আগ মুহুর্ত পর্য্যন্ত। তাৎক্ষনিক এই চিকিত্সা সেবা প্রদান করায় জনাব তৌহিদুর রহমান কে ইয়ারলাইন্স কর্তৃপক্ষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে সৌজন্য মুলক বিশেষ কিছু উপহার প্রদান করেন এবং ভবিষ্যতে যে কোন সময় তাদের ইয়ারলাইন্সে কোথায় যাতায়াত করলে তারা বিশেষ ডিসকাউন্ট প্রদান করবে বলে উল্লেখ করে। আন্তর্জাতিক একটি ফ্লাইটে এই সেবা প্রদান করে ডাক্তার তৌহিদুর রহমান বাংলাদেশের মুখ উজ্জ্বল করেন এবং পাশাপাশি তাহার নিজ জন্মস্থান জকিগন্জ উপজেলা বাসীকে গৌরবান্নিত করেছেন। জনাব ডা: তৌহিদুর রহমান বর্তমানে চট্টগ্রাম উখিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে এসিস্ট্যান্ট কনসালটেন্ট জেনারেল হিসেবে কর্মরত রয়েছেন। সিলেট জেলার জকিগন্জ উপজেলার ৬নং সুলতান পুর ইউনিয়ন গেচুয়া গ্রামের মরহুম আলহ্বাজ আব্দুল মান্নান ও মোছাম্মাৎ জাহানারা বেগম এর চতুর্থ ছেলে।





মন্তব্য