১৩ মার্চ, ২০২২
আন্তর্জাতিক › রাজনীতি
ন্যাটো জোটের সদস্য রাষ্ট্র পোল্যান্ডের সীমান্তবর্তী ইউক্রেনের একটি সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে রুশ ক্ষেপণাস্ত্র। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, রবিবারের এই হামলায় ৩৫ জন নিহত এবং আরও ১৩৪ জন আহত হয়েছেন। এদিকে, যুক্তরাষ্ট্রের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ইউক্রেনের সীমান্ত অতিক্রম করে ন্যাটোর ভূখণ্ডে আঘাত করলে রাশিয়াকে পাল্টা জবাব দেওয়া হবে। ইউক্রেনের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা জোরদার করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পোল্যান্ডের সীমান্তবর্তী ইউক্রেনীয় ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় বিপুল পরিমাণ ধ্বংস হয়েছে। মস্কোর দাবি, বিদেশিদের সরবরাহ করা এসব অস্ত্র ওই ঘাঁটিতে মজুত রাখা হয়। এছাড়া ইউক্রেনে ১৮০ জনের বেশি ‘ভাড়াটে বিদেশি সেনা’ হত্যার দাবি করেছে রাশিয়া। তবে এসব হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি। পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থিত ইয়াভোরিভ ইন্টারন্যাশনাল সেন্টার ফর পিসকিপিং অ্যান্ড সিকিউরিটি ঘাঁটিতে রবিবার হামলা চালায় রুশ বাহিনী। প্রশিক্ষণে ব্যবহৃত এই ঘাঁটিতে আগে ন্যাটো সামরিক প্রশিক্ষকেরা ছিলেন। এই ঘাঁটিতে হামলার ফলে পশ্চিমা সামরিক জোটের সীমান্তের কাছে হামলা চালিয়েছে মস্কো।
মন্তব্য:০