শিরোনাম
১৯৭২ সালের সংবিধানের ত্রুটি ও সংস্কারের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত *** আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নাই - নাহিদ *** নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তারেক রহমান *** শহীদি মার্চে ছাত্র-জনতার ঢল *** সিডনিতে রোজল্যান্ডস ওয়ার্ডের জন্য মোহাম্মদ জামানের নির্বাচনী প্রচারণা শুরু ***




↠ডেস্ক রিপোর্ট


১৪ অক্টোবর, ২০২১

বিনোদন › বিনোদন

মন্তব্য:০

News Picture

চিত্র:nora| |ক্রেডিট : AP

নোরা ফতেহি ও জ্যাকলিন ফার্নান্ডেজকে ২০০ কোটির প্রতারণা মামলায় ডেকে পাঠাল ইডি

অভিনেত্রী নোরা ফতেহি ও জ্যাকলিন ফার্নান্ডেজকে ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। নোরা বৃহস্পতিবার বেলা একটার পরে ইডি-র দফতরে হাজির হয়েছেন। পাশাপাশি নতুন করে ইডি একই মামলায় ডেকে পাঠিয়েছে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকেও। এর আগে দু’জনকেই ডেকে পাঠিয়েছিল ইডি। গত ২৬ সেপ্টেম্বর ইডি-র সমন সত্ত্বেও হাজিরা এড়িয়েছিলেন জ্যাকলিন। র‌্যানব্যাক্সি সংস্থার প্রাক্তন মালিক শিবেন্দ্র সিংহ এবং মালবেন্দ্র সিংহের পরিবারকে ২০০ কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে সুকেশ চন্দ্রশেখর এবং লিনা পালের বিরুদ্ধে। এঁরা দু’জনেই আপাতত বন্দি রয়েছেন দিল্লির রোহিনী জেলে। কেন্দ্রীয় গোয়েন্দা দফতর সূত্রে খবর, এই দুই অভিযুক্তের সঙ্গে সরাসরি যোগ রয়েছে জ্যাকলিন এবং নোরার।





মন্তব্য