১৬ অক্টোবর, ২০২১
অস্ট্রেলিয়া › সিডনি

চিত্র:ডোমিনিক পেরোটে| |ক্রেডিট : File Photo
৮০ শতাংশ ভ্যাক্সিন টার্গেট এর ম্যাজিক ফিগারে পৌছে গেলো নিউ সাউথ ওয়েলস৷ এর ফলে বাসিন্দাদের চলাফেরার ক্ষেত্রে আর কোনো বাঁধা রইলো না৷ নিউ সাউথ ওয়েলসই অস্ট্রেলিয়ার প্রথম রাজ্য যারা ৮০ শতাংশ ল্যান্ডমার্কে পৌঁছালো৷ শনিবার বিকেল চারটায় স্টেটের প্রিমিয়ার এই সাফল্যের কথা ঘোষণা করেন৷ আজ থেকে অফিসে মাস্ক পরতে হবে না৷ তাছাড়া খেলাধুলা বা ফিউনারেল ইত্যাদি পর্বে কোনো সীমাবদ্ধতা থাকবে না৷ সোমবার থেকেই বাসায় ২০ জন অতিথি আসতে পারবে৷ প্রিমিয়ার তার ঘোষণায় বলেন,অবশেষে আমরা এটা করে দেখিয়েছি৷
মন্তব্য:০