শিরোনাম
বাংলাদেশের বিচার ব্যবস্থা ও জরুরি অবস্থা *** অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা: বাংলাদেশ এখন 'লেভেল ১' *** ​'স্পষ্ট প্রেসক্রিপশন মৌলিক অধিকার': দুর্বোধ্য হস্তাক্ষর নিয়ে ভারতীয় ডাক্তারদের কড়া নির্দেশ আদালতের *** অস্ট্রেলিয়ার বাজারে লু লু হাইপারমার্কেটকে আমন্ত্রণ *** মালয়েশিয়ায় ভুয়া বিয়ে করলে কঠিন শাস্তি: প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা ***




↠নিজস্ব প্রতিবেদক


২২ অক্টোবর, ২০২১

বিনোদন › মৃত্যু

মন্তব্য:০

News Picture

চিত্র:কায়েস চৌধুরী| |ক্রেডিট : File Photo

মারা গেছেন অভিনেতা-নাট্যকার কায়েস চৌধুরী

নাট্যকার, নির্মাতা ও অভিনেতা কায়েস চৌধুরী মারা গেছেন। আজ সন্ধ্যা ৭টা ৩০মিনিটে তাঁর নিজ বাসভবনে মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ডিরেক্টর গিল্ডের সেক্রেটারি আহসান হাবিব নাসিম৷ আহসান হাবিব নাসিম বলেন, কিডনি জটিলতায় ভোগছিলেন তিনি। বৃহস্পতিবার ডায়ালাইসিস করাতে যান। এরপর বাসায় ফিরেন। বাসায় ফিরেই মারা যান তিনি। তাঁর জানাজা ও দাফনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন আহসান হাবিব নাসিম। দীর্ঘদিন ধরেই অভিনেতা হিসেবে কাজ করছেন কায়েস চৌধুরী। অভিনয়ের পাশাপাশি একজন নির্মাতা ও নাট্যকার হিসেবেও অনেক দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি। কায়েস চৌধুরী কয়েকশ’ নাটকে অভিনয় করেছেন। এছাড়া অসংখ্য নাটক নির্মাণও করেছেন। তাকে দেখা গেছে 'কৃষ্ণপক্ষ', 'পদ্মাপুরাণ'সহ বেশ কিছু চলচ্চিত্রে।





মন্তব্য