শিরোনাম
১৯৭২ সালের সংবিধানের ত্রুটি ও সংস্কারের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত *** আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নাই - নাহিদ *** নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তারেক রহমান *** শহীদি মার্চে ছাত্র-জনতার ঢল *** সিডনিতে রোজল্যান্ডস ওয়ার্ডের জন্য মোহাম্মদ জামানের নির্বাচনী প্রচারণা শুরু ***




↠নিজস্ব প্রতিবেদক


২২ অক্টোবর, ২০২১

বিনোদন › মৃত্যু

মন্তব্য:০

News Picture

চিত্র:কায়েস চৌধুরী| |ক্রেডিট : File Photo

মারা গেছেন অভিনেতা-নাট্যকার কায়েস চৌধুরী

নাট্যকার, নির্মাতা ও অভিনেতা কায়েস চৌধুরী মারা গেছেন। আজ সন্ধ্যা ৭টা ৩০মিনিটে তাঁর নিজ বাসভবনে মারা যান তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ডিরেক্টর গিল্ডের সেক্রেটারি আহসান হাবিব নাসিম৷ আহসান হাবিব নাসিম বলেন, কিডনি জটিলতায় ভোগছিলেন তিনি। বৃহস্পতিবার ডায়ালাইসিস করাতে যান। এরপর বাসায় ফিরেন। বাসায় ফিরেই মারা যান তিনি। তাঁর জানাজা ও দাফনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন আহসান হাবিব নাসিম। দীর্ঘদিন ধরেই অভিনেতা হিসেবে কাজ করছেন কায়েস চৌধুরী। অভিনয়ের পাশাপাশি একজন নির্মাতা ও নাট্যকার হিসেবেও অনেক দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি। কায়েস চৌধুরী কয়েকশ’ নাটকে অভিনয় করেছেন। এছাড়া অসংখ্য নাটক নির্মাণও করেছেন। তাকে দেখা গেছে 'কৃষ্ণপক্ষ', 'পদ্মাপুরাণ'সহ বেশ কিছু চলচ্চিত্রে।





মন্তব্য