শিরোনাম
রেজাউল কবীর পলের মেলবোর্ন আগমন উপলক্ষে জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভিক্টোরিয়া শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত *** অষ্ট্রেলিয়া নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত *** ঢাকার রাস্তায় বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল *** অস্ট্রেলিয়ায় আগামীকাল পালিত হবে ঈদুল ফিতর *** সিডনিতে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইন্ক, অস্ট্রেলিয়া এর  ইফতার ও  দোয়া মাহফিল ***




↠নিজস্ব প্রতিবেদক


১৪ অক্টোবর, ২০২১

জীবনধারা › স্বাস্থ্য

মন্তব্য:০

News Picture

চিত্র:bd| |ক্রেডিট : AP

ক্যাম্পাসেই টিকা নিতে পারবেন জবি শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে ২১ অক্টোবর থেকে কোভিড-১৯ টিকা নিতে পারবেন শিক্ষার্থীরা। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দফতরের পরিচালক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম। তিনি বলেন, ২১ তারিখ যেহেতু বিশ্ববিদ্যালয় দিবস, ওইদিন টিকা দেওয়া শুরু করবো। এরপর ২৫ তারিখ থেকে নিয়মিত টিকা দেওয়া হবে। তবে কতদিন চলবে এখনই বলতে পারছি না, কারণ শিক্ষার্থীদের আগ্রহ পাচ্ছি না। বারবার অনলাইনে তথ্য চাওয়ার পরও শিক্ষার্থীরা সেভাবে তথ্য দিচ্ছে না। মেডিক্যাল টিম যারা পরিদর্শনে এসেছিলেন জানতে চাইছিলেন আমাদের আনুমানিক কত টিকা লাগতে পারে। ১৮ তারিখ বিশ্ববিদ্যালয় খুললে বিভাগীয় প্রধানদের সঙ্গে কথা বলবো যাতে ২১ তারিখ অন্তত ১০০ টিকা দেওয়া যায়। এর আগে, দুপুরে বিশ্ববিদ্যালয়ের আবেদনের প্রেক্ষিতে টিকা বুথ স্থাপনের জন্য তেজগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আসা টিম বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শন শেষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মো. এম ইসলাম বুলবুল বলেন, টিকা দেওয়ার জন্য যে সব ফরমালিটি দরকার সেগুলোর জন্য প্রস্তুত আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আরও কিছু কাজ আছে, আমরা সেগুলো দ্রুত সম্পন্ন করবো।





মন্তব্য