১৪ অক্টোবর, ২০২১
জীবনধারা › স্বাস্থ্য
চিত্র:bd| |ক্রেডিট : AP
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে ২১ অক্টোবর থেকে কোভিড-১৯ টিকা নিতে পারবেন শিক্ষার্থীরা। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দফতরের পরিচালক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম। তিনি বলেন, ২১ তারিখ যেহেতু বিশ্ববিদ্যালয় দিবস, ওইদিন টিকা দেওয়া শুরু করবো। এরপর ২৫ তারিখ থেকে নিয়মিত টিকা দেওয়া হবে। তবে কতদিন চলবে এখনই বলতে পারছি না, কারণ শিক্ষার্থীদের আগ্রহ পাচ্ছি না। বারবার অনলাইনে তথ্য চাওয়ার পরও শিক্ষার্থীরা সেভাবে তথ্য দিচ্ছে না। মেডিক্যাল টিম যারা পরিদর্শনে এসেছিলেন জানতে চাইছিলেন আমাদের আনুমানিক কত টিকা লাগতে পারে। ১৮ তারিখ বিশ্ববিদ্যালয় খুললে বিভাগীয় প্রধানদের সঙ্গে কথা বলবো যাতে ২১ তারিখ অন্তত ১০০ টিকা দেওয়া যায়। এর আগে, দুপুরে বিশ্ববিদ্যালয়ের আবেদনের প্রেক্ষিতে টিকা বুথ স্থাপনের জন্য তেজগাঁও স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আসা টিম বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শন শেষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মো. এম ইসলাম বুলবুল বলেন, টিকা দেওয়ার জন্য যে সব ফরমালিটি দরকার সেগুলোর জন্য প্রস্তুত আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আরও কিছু কাজ আছে, আমরা সেগুলো দ্রুত সম্পন্ন করবো।
মন্তব্য:০