শিরোনাম
বাংলাদেশের বিচার ব্যবস্থা ও জরুরি অবস্থা *** অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা: বাংলাদেশ এখন 'লেভেল ১' *** ​'স্পষ্ট প্রেসক্রিপশন মৌলিক অধিকার': দুর্বোধ্য হস্তাক্ষর নিয়ে ভারতীয় ডাক্তারদের কড়া নির্দেশ আদালতের *** অস্ট্রেলিয়ার বাজারে লু লু হাইপারমার্কেটকে আমন্ত্রণ *** মালয়েশিয়ায় ভুয়া বিয়ে করলে কঠিন শাস্তি: প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা ***




↠মিজানুর রহমান সুমন


১৪ নভেম্বর, ২০২১

কমিউনিটি › সিডনি

মন্তব্য:০

News Picture

চিত্র:কাউন্সিলর মাসুদ চৌধুরীর নির্বাচনী টিম| |ক্রেডিট : নিজস্ব

ক্যাম্বেলটাউনে কাউন্সিলর মাসুদ চৌধুরীর আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিডনির ক্যাম্বেলটাউনে কাউন্সিলর মাসুদ চৌধুরীর আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে৷ ১৪ অক্টোবর রবিবার দুপুরে মিন্টোর একটি রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা করা হয়৷ কাউন্সিলর মাসুদ চৌধুরী লেবার পার্টির মনোনয়নে ক্যাম্বেলটাউনের কাউন্সিলর পদে লড়ছেন৷ অনুষ্ঠানে লেবার পার্টির পুরো প্যানেলকে বিজয়ী করার আহ্বান জানানো হয়৷ আয়োজক কায়সার আহমেদ বলেন,আমাদের উচিৎ এবোভ দ্যা লাইনে ভোট দেয়া৷ তিনি এর আগের অন্য আয়োজকদের একটি অনুষ্ঠানে সাংবাদিকদের অসম্মান করা হয়েছে বলে নিন্দা জানান৷ কাউন্সিলর মাসুদ চৌধুরী বলেন,মিন্টোতে লেবার পার্টির কাজ অনেক৷ তিনি বলেন পুরো ক্যাম্বেলটাউন সিটিতে লেবার দলের কাউন্সিলরদের অবদান রয়েছে৷ তিনি ইসলামী সেন্টার,লাশ ধোয়ার স্থান,প্রস্তাবিত আন্তর্জাতিক মাতৃভাষা মনুমেন্ট ইত্যাদি ইস্যুতে কথা বলেন৷ তিনি বলেন,আমরা লেবার, মানুষকে সার্ভ করি৷ এইটাই আমাদের দায়িত্ব৷ আমরা দায়িত্ব পালন করি মাত্র৷ তিনি কমিউনিটির সবাইকে তার দল লেবারকে ভোট দিয়ে বিজয়ী করার অনুরোধ জানান৷ অনুষ্ঠানে কাউন্সিলর মাসুদ চৌধুরীর নির্বাচনী দলের সদস্যরা উপস্থিত ছিলেন৷





মন্তব্য