১৫ জুলাই, ২০২৪
স্বদেশ › রাজনীতি
চিত্র:কোটা আন্দোলন| |ক্রেডিট : সংগৃহীত
কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভে রাতভর উত্তপ্ত ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রোববার দিবাগত রাত পৌনে ৩টার দিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে চলামান কোটা সংস্কার আন্দোলনকারীদের উদ্দেশ্য করে বলেন, ‘মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেনো? তাদের নাতিপুতিরা সুবিধা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে?। এটি শিক্ষার্থীদের জন্য অপমানজনক। এ মন্তব্যের ফলে চলমান আন্দোলনকে ভিন্নখাতে প্রভাবিত করার পায়তারা। তাই আমরা এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছি। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর হলে আন্দোলনে সমর্থনকারী দুই শিক্ষার্থীকে আটকে রাখে ছাত্রলীগের নেতাকর্মীরা। তাই আমরা তাদের মুক্ত করতে হল প্রাঙ্গণ ঘেরাও করি। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা করে। হামলায় আমাদের একজন আহত হয়েছেন।
মন্তব্য:০