শিরোনাম
বাংলাদেশের বিচার ব্যবস্থা ও জরুরি অবস্থা *** অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা: বাংলাদেশ এখন 'লেভেল ১' *** ​'স্পষ্ট প্রেসক্রিপশন মৌলিক অধিকার': দুর্বোধ্য হস্তাক্ষর নিয়ে ভারতীয় ডাক্তারদের কড়া নির্দেশ আদালতের *** অস্ট্রেলিয়ার বাজারে লু লু হাইপারমার্কেটকে আমন্ত্রণ *** হানিয়া আমির আসছেন ঢাকায়: সানসিল্কের আমন্ত্রণে প্রথম বাংলাদেশ সফর ***




↠প্রেস বিজ্ঞপ্তি


৮ এপ্রিল, ২০২৪

প্রবাস › সংগঠন

মন্তব্য:০

News Picture

চিত্র:1| |ক্রেডিট : সিডনি বাংলা নিউজ

ঈদের শুভেচ্ছা জানিয়েছে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশন

পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মাদ আবদুল মতিন ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ। এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। অস্ট্রেলিয়া- বাংলাদেশসহ মুসলিম উম্মাহর সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন তারা। এক বার্তায় তারা বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর মহান আল্লাহর প্রতি অপরিসীম আনুগত্যের অনুপম নিদর্শন। ঈদুল ফিতর একাধারে আনন্দ-উৎসব ও ইবাদত। এই আনন্দ আল্লাহর অশেষ রহমত ও ক্ষমাপ্রাপ্তির, জাহান্নাম থেকে মুক্তির। এই আনন্দে নেই কোনো পাপ-পঙ্কিলতা। এ আনন্দে রয়েছে শুধুই সওয়াব ও পুণ্য। ঈদ মুসলমানদের জন্য শুধু একটি ধর্মীয় উৎসবই নয়, সম্প্রীতি-সৌভ্রাতৃত্ব শেখার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষও। এই উৎসবের মাধ্যমে প্রত্যেক মুসলমান একে অন্যের আরও কাছাকাছি আসে। শুধু মুসলমান নয়, অন্যান্য ধর্মের মানুষের সঙ্গেও আনন্দ ভাগাভাগি করে নেয়। পবিত্র রমজান আমাদের চিত্তশুদ্ধির যে শিক্ষা দিয়েছে, ঈদুল ফিতর হচ্ছে সেই শিক্ষা কাজে লাগানোর দিন। এই ঈদ মুসলিম জাতির ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধকে আরো সুসংহত করবে বলে আমাদের বিশ্বাস। শুধু মুসলমান নয়, অন্যান্য ধর্মের মানুষের সঙ্গেও আনন্দ ভাগাভাগি করে নেয়। পবিত্র রমজান আমাদের চিত্তশুদ্ধির যে শিক্ষা দিয়েছে, ঈদুল ফিতর হচ্ছে সেই শিক্ষা কাজে লাগানোর দিন। হাসি-খুশি ও ঈদের আনন্দে ভরে উটুক প্রতিটি প্রাণ। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ পরিব্যাপ্তি লাভ করুক- এটিই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।





মন্তব্য