শিরোনাম
ঢাকার রাস্তায় বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল *** অস্ট্রেলিয়ায় আগামীকাল পালিত হবে ঈদুল ফিতর *** সিডনিতে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইন্ক, অস্ট্রেলিয়া এর  ইফতার ও  দোয়া মাহফিল *** ১৯৭২ সালের সংবিধানের ত্রুটি ও সংস্কারের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত *** আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নাই - নাহিদ ***




↠নিজস্ব প্রতিবেদক


১৫ ফেব্রুয়ারি, ২০২২

আন্তর্জাতিক › রাজনীতি

মন্তব্য:০

News Picture

চিত্র:UN| |ক্রেডিট : ইন্টারনেট

বিভিন্ন দেশের ১৭টি গুমের অভিযোগ খতিয়ে দেখেছে জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ

বাংলাদেশসহ বিশ্বের আরও ৮টি দেশে সংঘটিত গুমের ১৭টি অভিযোগ খতিয়ে দেখা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপ (ডব্লিউজিইআইডি)। এসময় সংস্থাটির বিশেষজ্ঞরা নিখোঁজ ব্যক্তিদের স্বজন, এনজিও, রাষ্ট্রীয় প্রতিনিধি এবং অন্যান্য অংশীজনের সঙ্গেও কথা বলেছেন। গত ৭ থেকে ১১ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত এই ওয়ার্কিং গ্রুপের ১২৬তম অধিবেশনে বিষয়টি ওঠে আসে অফিস অফ দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটসের (ওএইচসিএইচআর) ওয়েবসাইটে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানায়। ওএইচসিএইচআর জানায়, ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর থেকে জরুরি পদক্ষেপমূলক পদ্ধতির অধীনে বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব, রাশিয়া, আজারবাইজান, মিশর, কেনিয়া, লেবানন ও লিবিয়ার ১৭টি গুমের ঘটনা খতিয়ে দেখা হয়েছে। তাছাড়া গুমের আরও ৭২৭টি অভিযোগ পর্যালোচনা করেছে ওয়ার্কিং গ্রুপ। এসবের মধ্যে জরুরি পদক্ষেপমূলক পদ্ধতির বাইরে থাকা নতুন ঘটনা এবং আগে পাঠানো ঘটনার হালনাগাদ তথ্য রয়েছে। এ তালিকায় বাংলাদেশসহ রয়েছে আলজেরিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, চীন, কলম্বিয়া, উত্তর কোরিয়া, ইকুয়েডর, মিশর, এল সালভাদর, ইন্দোনেশিয়া, ইরান, লাটভিয়া, লেবানন, লিবিয়া, পাকিস্তান, রুয়ান্ডা, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিরিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও ভেনিজুয়েলার নাম। এসব গুমের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের কাছে চিঠি দিয়ে ব্যাখ্যা চেয়েছিল ওয়ার্কিং কমিটি। অধিবেশনে গুমের অভিযোগে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের কাছে দেওয়া চিঠির জবাব নিয়েও আলোচনা হয়েছে। সংস্থাটির পরবর্তী অধিবেশন চলতি বছরের ৯ থেকে ১৩ মে অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।





মন্তব্য