শিরোনাম
বাংলাদেশের বিচার ব্যবস্থা ও জরুরি অবস্থা *** অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা: বাংলাদেশ এখন 'লেভেল ১' *** ​'স্পষ্ট প্রেসক্রিপশন মৌলিক অধিকার': দুর্বোধ্য হস্তাক্ষর নিয়ে ভারতীয় ডাক্তারদের কড়া নির্দেশ আদালতের *** অস্ট্রেলিয়ার বাজারে লু লু হাইপারমার্কেটকে আমন্ত্রণ *** হানিয়া আমির আসছেন ঢাকায়: সানসিল্কের আমন্ত্রণে প্রথম বাংলাদেশ সফর ***




↠জুমান হোসেন


১৫ সেপ্টেম্বর, ২০২৪

প্রবাস › সংগঠন

মন্তব্য:০

News Picture

চিত্র:Jubo unnoyon| |ক্রেডিট : সিডনি বাংলা নিউজ

বাংলাদেশ যুব ইউনিয়ন অস্ট্রেলিয়া শাখা এর আহ্বায়ক কমিটির অনুমদন

১৪ সেপ্টেম্বর ২০২৪ রবি বার অস্ট্রেলিয়ার  সিডনীতে এক সভার মধ্য দিয়ে  বাংলাদেশ যুব ইউনিয়ন এর কনভেনইং কমিটির অনুমদন প্রদান করা  হয়েছে।  সভায় সভাপতি ছিলেন এম ডি নুরূজজামান। সভায় অন লাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়ন এর কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব খান আসাদুজ্জামান মাসুম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম সজিব। সভা সঞ্চালনা করেন জহির উদ্দিন আহমেদ মাসুদ। ৮ সদস্য বিশিষ্ট কমিটির সম্মানিত  হিসেবে রয়েছেন আহ্বায়ক জহির উদ্দিন আহমেদ মাসুদ। যুগ্ম আহ্বায়ক ১। এম ডি নুরূজজামান ২। জান্নাতুল আলম লিমা। সম্মানিত সদস্য     গন হলেন : আবুল হাসনাত   চৌধুরী, রাতুল জুবায়ের,  সাইফুর রহমান, মাসুক আহমদ,  অমিত হাসান। উক্ত অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম সজিব।





মন্তব্য