শিরোনাম
আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নাই - নাহিদ *** নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তারেক রহমান *** শহীদি মার্চে ছাত্র-জনতার ঢল *** সিডনিতে রোজল্যান্ডস ওয়ার্ডের জন্য মোহাম্মদ জামানের নির্বাচনী প্রচারণা শুরু *** প্রশংসায় ভাসছেন সেনাপ্রধান ও ড. ইউনুস ***




↠জুমান হোসেন


১৫ সেপ্টেম্বর, ২০২৪

প্রবাস › সংগঠন

মন্তব্য:০

News Picture

চিত্র:Jubo unnoyon| |ক্রেডিট : সিডনি বাংলা নিউজ

বাংলাদেশ যুব ইউনিয়ন অস্ট্রেলিয়া শাখা এর আহ্বায়ক কমিটির অনুমদন

১৪ সেপ্টেম্বর ২০২৪ রবি বার অস্ট্রেলিয়ার  সিডনীতে এক সভার মধ্য দিয়ে  বাংলাদেশ যুব ইউনিয়ন এর কনভেনইং কমিটির অনুমদন প্রদান করা  হয়েছে।  সভায় সভাপতি ছিলেন এম ডি নুরূজজামান। সভায় অন লাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ যুব ইউনিয়ন এর কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব খান আসাদুজ্জামান মাসুম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম সজিব। সভা সঞ্চালনা করেন জহির উদ্দিন আহমেদ মাসুদ। ৮ সদস্য বিশিষ্ট কমিটির সম্মানিত  হিসেবে রয়েছেন আহ্বায়ক জহির উদ্দিন আহমেদ মাসুদ। যুগ্ম আহ্বায়ক ১। এম ডি নুরূজজামান ২। জান্নাতুল আলম লিমা। সম্মানিত সদস্য     গন হলেন : আবুল হাসনাত   চৌধুরী, রাতুল জুবায়ের,  সাইফুর রহমান, মাসুক আহমদ,  অমিত হাসান। উক্ত অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম সজিব।





মন্তব্য