শিরোনাম
১৯৭২ সালের সংবিধানের ত্রুটি ও সংস্কারের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত *** আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নাই - নাহিদ *** নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তারেক রহমান *** শহীদি মার্চে ছাত্র-জনতার ঢল *** সিডনিতে রোজল্যান্ডস ওয়ার্ডের জন্য মোহাম্মদ জামানের নির্বাচনী প্রচারণা শুরু ***




↠ডেস্ক রিপোর্ট


৫ জুন, ২০২৩

বিনোদন › সিনেমা

মন্তব্য:০

News Picture

চিত্র:Nora| |ক্রেডিট : ইন্টারনেট

অভিনয়ে থাকতে চান নোরা

বলিউডের ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ এবং ‘ভুজ-দ্য প্রাইড অব ইন্ডিয়া’ সিনেমাগুলোতে অভিনেত্রী হিসেবে নিজেকে পর্দায় উপস্থাপন করেছেন নোরা। হাতে আছে আরও বেশ কয়েকটি ছবি। অভিনেত্রী হওয়ার দৌড়ে এখন থেকেই নিজেকে শামিল করছেন এই আইটেম গার্ল। বলিউডে ‘আইটেম কুইন’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন ইতোমধ্যে। তার নাচের ঝলকে কুপোকাত আট থেকে আশি। তাই তো প্রযোজকরা তার দ্বারে ধর্না দেন। দাবি একটাই, তাদের সিনেমায় স্বল্প উপস্থিতি দিয়ে খারাপ ছবিকেও উতরে দাও। কিন্তু কী বলছেন নোরা? তিনি জানান, সারাক্ষণ আশঙ্কায় থাকেন এই বুঝি প্রযোজকের ফোন এলো! কিন্তু অনেক হয়েছে আর না। এবার নিজেকে অভিনেত্রী হিসেবে দাঁড় করাবেন। তার কথায়, আমি যখন হ্যাঁ বলি, সেটার মানে নিজের পুরোটা দিয়ে দেব। তাই বুঝেশুনে রাজি হই। এখন ‘না’ বলতে শিখেছেন নোরা। তাই তো কাজের ক্ষেত্রে হাজারটা শর্ত জুড়ে দেন। নোরার দাবি, অনেক স্বার্থত্যাগ করেছেন আগে, তাতে কিছু লাভ হয়নি। তাই এখন লাগামটা শক্ত হাতে ধরেছেন।

News Picture

image : Nora | credit : ইন্টারনেট


News Picture

image : Nora 3 | credit : ইন্টারনেট






মন্তব্য