শিরোনাম
বাংলাদেশের বিচার ব্যবস্থা ও জরুরি অবস্থা *** অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসা: বাংলাদেশ এখন 'লেভেল ১' *** ​'স্পষ্ট প্রেসক্রিপশন মৌলিক অধিকার': দুর্বোধ্য হস্তাক্ষর নিয়ে ভারতীয় ডাক্তারদের কড়া নির্দেশ আদালতের *** অস্ট্রেলিয়ার বাজারে লু লু হাইপারমার্কেটকে আমন্ত্রণ *** মালয়েশিয়ায় ভুয়া বিয়ে করলে কঠিন শাস্তি: প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা ***




↠ডেস্ক রিপোর্ট


৫ জুন, ২০২৩

বিনোদন › সিনেমা

মন্তব্য:০

News Picture

চিত্র:Nora| |ক্রেডিট : ইন্টারনেট

অভিনয়ে থাকতে চান নোরা

বলিউডের ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ এবং ‘ভুজ-দ্য প্রাইড অব ইন্ডিয়া’ সিনেমাগুলোতে অভিনেত্রী হিসেবে নিজেকে পর্দায় উপস্থাপন করেছেন নোরা। হাতে আছে আরও বেশ কয়েকটি ছবি। অভিনেত্রী হওয়ার দৌড়ে এখন থেকেই নিজেকে শামিল করছেন এই আইটেম গার্ল। বলিউডে ‘আইটেম কুইন’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন ইতোমধ্যে। তার নাচের ঝলকে কুপোকাত আট থেকে আশি। তাই তো প্রযোজকরা তার দ্বারে ধর্না দেন। দাবি একটাই, তাদের সিনেমায় স্বল্প উপস্থিতি দিয়ে খারাপ ছবিকেও উতরে দাও। কিন্তু কী বলছেন নোরা? তিনি জানান, সারাক্ষণ আশঙ্কায় থাকেন এই বুঝি প্রযোজকের ফোন এলো! কিন্তু অনেক হয়েছে আর না। এবার নিজেকে অভিনেত্রী হিসেবে দাঁড় করাবেন। তার কথায়, আমি যখন হ্যাঁ বলি, সেটার মানে নিজের পুরোটা দিয়ে দেব। তাই বুঝেশুনে রাজি হই। এখন ‘না’ বলতে শিখেছেন নোরা। তাই তো কাজের ক্ষেত্রে হাজারটা শর্ত জুড়ে দেন। নোরার দাবি, অনেক স্বার্থত্যাগ করেছেন আগে, তাতে কিছু লাভ হয়নি। তাই এখন লাগামটা শক্ত হাতে ধরেছেন।

News Picture

image : Nora | credit : ইন্টারনেট


News Picture

image : Nora 3 | credit : ইন্টারনেট






মন্তব্য