শিরোনাম
১৯৭২ সালের সংবিধানের ত্রুটি ও সংস্কারের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত *** আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নাই - নাহিদ *** নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তারেক রহমান *** শহীদি মার্চে ছাত্র-জনতার ঢল *** সিডনিতে রোজল্যান্ডস ওয়ার্ডের জন্য মোহাম্মদ জামানের নির্বাচনী প্রচারণা শুরু ***




↠ডেস্ক রিপোর্ট


১৪ অক্টোবর, ২০২১

বিনোদন › বিনোদন

মন্তব্য:০

News Picture

চিত্র:arian| |ক্রেডিট : internet

আরিয়ানের হোয়াটসঅ্যাপে নয়া তথ্য

নিষিদ্ধ মাদক পাচার অর্থাৎ কেনা এবং তা অন্যকে বিক্রি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। বৃহস্পতিবার মুম্বইয়ের এক আদালতে এমনই দাবি করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বৃহস্পতিবার দুপুরবেলা ফের আরিয়ানের জামিনের শুনানি হবে আদালতে। এনসিবি-র যুক্তি, ২৩ বছরের তারকা-সন্তানের হোয়াটসঅ্যাপ বার্তা তদন্ত করে জানা গিয়েছে, তিনি আন্তর্জাতিক মাদকচক্রের সঙ্গে যুক্ত এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখতেন। তাঁর কাছ থেকে নিষিদ্ধ মাদক সংগ্রহ করতেন। সংস্থার দাবি, যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁরা একে অপরের সঙ্গে যুক্ত। অপর অভিযুক্ত আরবাজ মার্চেন্টের কাছ থেকে আরিয়ান নাকি প্রায়শই মাদক কিনতেন। প্রমোদতরীতে ছিলেনই না আরিয়ান, মাদক উদ্ধার হয়নি শাহরুখ-তনয়ের কাছ থেকে, দাবি আইনজীবীর আরও পড়ুন শাহরুখের জন্য আরিয়ানের এই অবস্থা, আক্ষেপ শত্রুঘ্ন সিন্‌হার যদিও আরিয়ানের আইনজীবী বুধবার আদালতকে বলেছেন, ‘‘আরিয়ান সেই প্রমোদতরীতে উপস্থিত ছিলেন না। তাঁর কাছে মাদক কেনার জন্য নগদ টাকাও ছিল না।’’ ২ অক্টোবর মুম্বই থেকে গোয়াগামী একটি প্রমোদতরী থেকে আটক করা হয় আরিয়ান-সহ কয়েক জনকে। ৩ অক্টোবর গ্রেফতার করা হয় আরিয়ানকে। পরোয়ানায় লেখা হয়, তাঁর কাছ থেকে ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ ১ লক্ষ ৩৩,০০০ টাকা উদ্ধার হয়েছে। এনসিবি-র পেশ করা পঞ্চনামায় দাবি করা হয়, নিষিদ্ধ মাদক নিয়ে প্রমোদতরীতে ওঠেন আরিয়ান।





মন্তব্য