১৪ অক্টোবর, ২০২১
খেলা › ক্রিকেট
যেকোনও উপলক্ষেই ভারত-পাকিস্তানের ক্রিকেট লড়াই অন্যরকম উন্মাদনা ছড়ায়। সেখানে বিশ্বমঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াই বাড়তি পাওনাই। বলার অপেক্ষা রাখে না এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের দ্বৈরথ হতে যাচ্ছে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ। আর এই ম্যাচ জেতার পূর্ণ বিশ্বাস আছে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের মনে। মুখোমুখি লড়াই দিয়ে শুরু হচ্ছে ভারত-পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২৪ অক্টোবর দুবাইয়ে মাঠে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। ভারতকে হারিয়েই বিশ্বকাপ শুরুর আশা পাকিস্তানের। নিজেদের সামর্থ্যে আস্থা রেখে ভারত বধের আশায় দলটির অধিনায়ক বাবর। ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি- কোনও বিশ্বকাপেই এখনও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। তারপরও ওমান ও সংযুক্ত আবর আমিরাতের কুড়ি ওভারের বিশ্ব আসরে ইতিহাস পাল্টানোর স্বপ্ন দেখছেন বাবর। আইসিসি ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তান অধিনায়ক বলেছেন, ‘আমরা জানি প্রত্যেকটা ম্যাচে কতটা চাপ এবং কী পরিমাণ তীব্রতা থাকবে, বিশেষ করে প্রথমটি (ভারতের বিপক্ষে)। আশা করছি, আমরা ম্যাচটি জিতবো এবং মোমেন্টাম নিয়ে সামনের দিয়ে এগিয়ে যেতে পারবো। গত তিন-চার বছর আমরা সংযুক্ত আবর আমিরাতে খেলেছি, আর ভালো করেই জানি এখানকার কন্ডিশন সম্পর্কে। আমরা জানি উইকেটের আচরণ কেমন এবং কীভাবে ব্যাটারদের মানিয়ে নিতে হয়। ওইদিন যে ভালো ক্রিকেট খেলবে, তারাই জিতবে। আমাকে যদি জিজ্ঞেস করেন তো বলবো, আমরাই জিতবো।’ বিশ্বকাপের আগে কয়েক দফা স্কোয়াডে পরিবর্তন এসেছে পাকিস্তানের। তাছাড়া কোচিংয়েও এসেছে বদল। তারপরও আত্মবিশ্বাসের কমতি নেই বাবরের মনে, ‘দল হিসেবে আমাদের আত্মবিশ্বাস উঁচুতে। আমরা অতীত নিয়ে ভাবছি না, বরং ভবিষ্যতে চোখ। এজন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আমি ভীষণ আত্মবিশ্বাসী যে আমাদের প্রস্তুতি ভালো হয়েছে এবং ওইদিন (ভারতের বিপক্ষে) ভালো ক্রিকেট খেলবো।’
মন্তব্য:০