২০ অক্টোবর, ২০২১
বিনোদন › ভারত
ড্রাগ এবং প্রমোদতরণী মামলায় জামিন পেলেন না শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। তাকে আর্থার রোড জেলেই থাকার নির্দেশ দিয়েছে আদালত। আরিয়ান অবশ্য বোম্বে হাইকোর্টে আবেদন জানাচ্ছেন জামিনের জন্য। দিওয়ালির ছুটির জন্য আদালত বন্ধ হবে ক’দিনের মধ্যে। তার আগে শুনানি না হলে দিওয়ালিতেও আরিয়ানকে জেলেই কাটাতে হবে। আরিয়ানের আইনজীবীরা উপস্থিত ছিলেন আদালতে। তারা জানান, এই ধরণের ড্রাগ নেয়ার মামলায় এর আগে বহুক্ষেত্রে জামিন মঞ্জুর হলেও আরিয়ান শাহরুখ পুত্র বলে জামিন পাচ্ছেন না। নার্কোটিক ব্যুরোর আইনজীবীরা জানান, আরিয়ান এবং তার পরিবারের হাত এত লম্বা যে যাবতীয় প্রমাণ বিলোপ হয়ে যেতে পারে আরিয়ান বাইরে থাকলে। এরপরই আরিয়ানের জামিন না মঞ্জুর হয়। এদিন আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার জামিনের আবেদন নাকচ হয়। দু’জনেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।
মন্তব্য:০