শিরোনাম
রেজাউল কবীর পলের মেলবোর্ন আগমন উপলক্ষে জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভিক্টোরিয়া শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত *** অষ্ট্রেলিয়া নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত *** ঢাকার রাস্তায় বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল *** অস্ট্রেলিয়ায় আগামীকাল পালিত হবে ঈদুল ফিতর *** সিডনিতে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস ইন্ক, অস্ট্রেলিয়া এর  ইফতার ও  দোয়া মাহফিল ***




↠ডেস্ক রিপোর্ট


২১ অক্টোবর, ২০২১

বিনোদন › বলিউড

মন্তব্য:০

News Picture

চিত্র:জ্যাকুলিন ফার্নান্দেজ| |ক্রেডিট : ইন্টারনেট

২০০ কোটি রুপি পাচারসংশ্লিষ্টতা, ইডি'র জেরার মুখে জ্যাকুলিন ফার্নান্দেজ

ভারতের আর্থিক খাতের সংঘটিত অপরাধ ও দুর্নীতি দমন ও অর্থ পাচার প্রতিরোধবিষয়ক তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি'র নামনে হাজির হয়েছেন চলচ্চিত্র তারকা জ্যাকুলিন ফার্নান্দেজ। ২০০ কোটিরও অধিক অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত 'কনম্যান' সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে যোগাযোগ থাকার কারণে তাঁকে এই জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হচ্ছে বলে জানা গেছে। কমপক্ষে তিনবার তলব করার পর বিকাল সাড়ে ৩টার দিকে জ্যাকুলিন এই জেরায় হাজির হন। ৩৬ বছর বয়সী অভিনয়শিল্পী আগস্ট মাসে একবার ইডি'র সামনে হাজির হয়েছিলেন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের (পিএমএলএ) বিধানের অধীনে তাঁর বক্তব্য রেকর্ড করা হয়। সংস্থাটি মামলার প্রধান আসামি সুকেশ চন্দ্রশেখর ও তাঁর অভিনেত্রী স্ত্রী লীনা মারিয়া পলকে তাঁর মুখোমুখি করতে চায় এবং আবারও তাঁর বিবৃতি রেকর্ড করতে চায়। অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি গত সপ্তাহে এ মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর কাছে তাঁর বক্তব্য রেকর্ড করান। নোরা ফাতেহির প্রতিনিধি বলেন, তিনি মামলার শিকার হয়েছেন এবং একজন সাক্ষী হয়ে তিনি তদন্তে কর্মকর্তাদের সহযোগিতা ও সাহায্য করছেন। সুকেশ চন্দ্রশেখর এবং লীনা পলকে সম্প্রতি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেপ্তার করেছিল। তাঁরা স্থানীয় একটি কারাগারে বন্দি ছিলেন। তাঁদের বিরুদ্ধে কিছু লোকের সঙ্গে প্রতারণার অভিযোগ ছিল। এর পর দিল্লি পুলিশ তাঁদের হেফাজতে নেয়। সূত্র : এনডিটিভি





মন্তব্য