About Us



সিডনি বাংলা নিউজ অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একটি অনলাইন পত্রিকা। তরুন কিন্তু প্রফেশনাল সাংবাদিক মিজানুর রহমান সুমনের হাত ধরে পত্রিকাটির যাত্রা শুরু হয়। পত্রিকাটিতে তিনি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে বাংলাদেশের প্রতিটি থানায় পত্রিকাটির নিজস্ব সংবাদদাতা রয়েছে। সেই সাথে প্রবাসেও রয়েছে পত্রিকাটির বাছাই করা প্রতিনিধি। পত্রিকাটি মৌলিক খবরে বিশ্বাস করে। অযাচিত খবরের ঘনঘটা থেকে পাঠকদের উদ্ধারের উদ্দেশ্যেই পত্রিকাটির সৃষ্টি হয়েছে। নিছক খবরের খাতিরে খবর নয় , সত্যটি পাঠকদের সামনে তুলে ধরার জন্য পত্রিকাটির প্রয়াস থাকবে। সংবাদগুলির বিশ্বাসযোগ্যতা ও গ্রহনযোগ্যতার প্রতি সর্ব্বোচ্চ সতর্কতার সাথে নজর রাখা হয়। অনলাইনের প্রতিযোগীতার যুগে আগে সংবাদ নয়, বস্তুনিষ্ঠ সংবাদের দিকে নজর দিয়ে একটি প্রয়োজনীয় খবরের ভান্ডার হয়ে পাঠকের মাঝে বিচরন করাই পত্রিকাটির উদ্দেশ্য। পত্রিকার দায়িত্বরতদের সাথে যোগাযোগ করতে পারবেন, ইমেইলে, মোবাইল নাম্বারে ও ফেসবুক পেজের মাধ্যমে।

যোগাযোগঃ

ইমেইলঃ sydney.bangla.news@gmail.com
ইমেইলঃ smijan262@gmail.com